“আইরোবট” কে ১৭০ কোটি ডলার বিনিময়ে কেনার সিদ্ধান্ত নিয়েছেন অ্যামাজন
যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন রোবট শিল্পে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। রোবট তৈরিকারী প্রতিষ্ঠান “আইরোবট” কে ১৭০ কোটি ডলার বিনিময়ে কেনার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটি।বিষয়টি স্বীকার করেছেন আ্যামাজনের জৈষ্ঠ সভাপতি ডেভ লিম্প।
(তথ্যসূত্রঃ রয়টার্স)
আইরোবট রুম্বা রোবট ভ্যাকুয়াম এর নির্মাতা। এটি কারো সাহায্য ছাড়াই ঘরের মেজে পরিস্কার করতে সক্ষম। রোবট ভ্যাকুয়ামের উন্নতির জন্য “আইরোবটওএস” অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায়।
অ্যামাজন গত বছর ঘরের নিরাপত্তা সহকারী রোবট “অ্যামাজন অ্যাস্ট্রো” বাজারে আনে এবং “আলেক্সা” নামক ভার্চুয়াল সহকারী সেবা কাজে লাগিয়ে মুখের কথায় রেবটটি নিয়ন্ত্রণ করা যায়। যার ফলে রোবটটি জনপ্রিয়তা অনেকাংশে দেখা যাচ্ছে।
“আইরোবট” কে কেনার মাধ্যমে অ্যামাজন গৃহস্থালি রোবট শিল্পে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।