How to find the IP address of a website (3)

কিভাবে কোনো ওয়েবসাইটের আইপি ঠিকানা বের করব?

আমরা সাধারণত কোন সাইটে প্রবেশ করে থাকি ঐ সাইটের ডোমেইন নেম লিখে।প্রতে্যকটি সাইটের আলাদা আলাদা আইপি ঠিকানা রয়েছে। কিন্তু আইপি ঠিকানা মনে থাকে বিধায় ও ইন্টারনেট বিশ্বব্যাপি সহজ করার জন্য ডোমেইন নেম সিস্টেম চালু হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবসাইটের নাম বা ডোমেইন নেম মনে রাখে এবং প্রয়োজনে সেই নাম বা ইউআরএল লিখে ওয়েবসাইটে প্রবেশ করে।


তবে অনেকের মনেই কৌতুহল জাগতে পারে আইপি ঠিকানা জানার। আজকের এই টিউটোরিয়ালে কিভাবে যেকোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করা যায় তা দেখাবো।


যেকোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জানতে এই সাইটটিতে প্রবেশ করুন। এই সাইটটি ছাড়াও গুগলে সার্চ করলে আরো সাইট বা টুলস খুজে পাবেন।


সাইটটিতে প্রবেশ করার পর নিচের মতো করে ইন্টারপ্রেস আসবে।এখন সার্চ বারে আপনি যে সাইটের আইপি ঠিকানা বের করতে চান তা লিখুন।আমি আপনাদের দেখানোর জন্য ফেসবুকের ইউআরএল লিখে এন্টার করলাম। দেখুন ফেসবুকের আইপি ঠিকানা দেখাচ্ছে। একই ভাবে আপনিও যেকোনো ওয়েবসাইটের আইপি ঠিকানা বের করতে পারেন।

মন্তব্য করুন

Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.

You cannot copy content of this page

error: এই সাইটের যেকোনো ছবি,ভিডিও,আর্টিকেল কপিরাইটের অন্তর্ভুক্ত !!
Don`t copy text!