টুুইটারে কিভাবে ফলোয়ার বাড়াতে হয়
টুইটার কিভাবে ফলোয়ার বাড়াতে হয় তার আগে জেনে নিই কেন টুইটার ব্যবহার করব।টুইটার হলো একটি সামাজিক যোগাযোগের মাইক্রোব্লগিং ওয়েবসাইট।
এই সাইটে কোনো পাঠ্য বা লেখা ২৮০ অক্ষরে পোস্ট করা হয়।যাকে টুইট বলে।টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার ও অন্য ব্যবহারকারীকে ম্যানশন করা যায়।টুইটারে খুব অল্প সময়ে ফলোয়ারদের কাছে পৌছানো যায়। এছাড়াও অনেকগুলো সুবিধা রয়েছে টুইটারে।এই সুবিধা গুলোর কারণে যারা অনলাইন মার্কেটিং করে,তারা গ্রাহকদের কাছে পৌছার জন্য প্রথমেই টুইটার বেছে নেয়।
অন্য কোনো ব্লগে টুইটারের সুবিধা ও টুইটার মার্কেটিং সম্পর্কে বলব।
টুইটারে ফলোয়ার বাড়ানোর কৌশলঃ
★ টুইটারে ফলোয়ার বাড়াতে আপনাকে ভালোমানের ছবি সহ টুইট করতে হবে।টুইট লিখার স্টাইল ও ভাষা দুটোই যেন আকর্ষনীয় হয়।
★ বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।বড় বড় গণমাধ্যমের পেজগুলোতে বেশি বেশি কমেন্ট করবেন,কমেন্ট গুলো যুক্তি সংগত ও সময়োপযোগী হলে সেখান থেকে ফলোয়ার পেতে পারেন।
★ টুইটার প্রোফাইল ঘুছিয়ে রাখতে হবে। ভালো ও মানানসই কভার ফটো ও প্রোফাইল ছবি দিতে হবে। সুন্দর একটা বাইও লিখতে পারেন এবং সেখানে জনপ্রিয় হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারেন।
★ বেশি বেশি ফলো করুন, তাহলে যারা ফলো ব্যাক করবে সেখান থেকে আপনি ফলোয়ার পেয়ে যাবেন।
★ বেশি বেশি জনপ্রিয় হ্যাশট্যাগ গুলো ব্যবহার করুন,যেখান থেকে আপনার প্রোফাইল অনেকের কাছে পৌছবে।যদি আপনার প্রোফাইলটির ভালো লুক থাকে,তাহলে সেখান থেকে ফলোয়ার পেতে পারেন।
=>একইভাবে ইন্সটেগ্রামেও আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারবেন।