ডোমেইন ও হোস্টিং বাংলাদেশী কোম্পানি থেকে ক্রয়
ডোমেন নেইম কি?
ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটি ঠিকানা।যা সতন্ত্র ও অন্য যেকোনো ওয়েবসাইটের থেকে আলাদা।
হোস্টিং কি?
হোস্টিং হচ্ছে অনলাইন স্পেস বা আপনার ওয়েবসাইট রাখার স্থান।আপনার ওয়েবসাইটের সমস্থ ডাটা একটি নির্দিষ্ট স্তানে রাখতে হবে।আর একারনে আপনাকে হোস্টিং ক্রয় করতে হবে।
ডোমেইন ও হোস্টিং কি একই?
না, ডোমেইন ও হোস্টিং একই নয়,আপনি যদি ডোমেইন কিনেন তাহলে এর সাথে হোস্টিং পাবেন না।একই সাথে আপনি যদি হোস্টিং ক্রয় করেন তাহলে ডোমেইন পাবেন না।
তবে অনেক সময় দেখা যায়,কিছু কোম্পানি তাদের কাছ থেকে হোস্টিং ক্রয় করলে,সাথে ডোমেইন ফ্রি দিয়ে থাকে।
এই সময় ভালো ভাবে যাচাই – বাছাই করে কিনাই ভালো।
বাংলাদেশী কোনো কোম্পানি থেকে কি নেওয়া যাবে?
হ্যা,বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে যারা ডোমেন হোস্টিং দিয়ে থাকে।তারা যদিও আন্তর্জাতিক কোম্পানির গুলোর মতো এতটা পরিচিত নয়,তবুও তাদের সার্ভিস, কাস্টমার হেল্প,ইত্যাদি দিক দিয়ে অনেক ভালো।
বাংলাদেশী কোম্পানি গুলো থেকে কেনার সুবিধাঃ
বাংলাদেশি কোম্পানি থেকে কিনলে, আপনি বিভিন্ন ভাবে সুবিধা পাবেন।
আপনি যেকোনো সমস্যায় তাদের কাছে অনলাইন চ্যাট, ইমেইল এর পাশাপাশি সরাসরি হটলাইনে কথা বলতে পারছেন।
এছাড়া বাংলাদেশী পেমেন্ট সিস্টেমগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন । যা বিদেশি কোম্পানি থেকে ক্রয় করলে সম্ভব নয়।
বেশির ভাগ মানুষেরই ওয়েবসাইট তৈরির ইচ্ছে থাকলেও ডোমেন ও হোস্টিং ক্রয়ের জন্য,ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি কার্ড না থাকায় ক্রয় করতে পারে না।
কিন্তু বাংলাদেশি কোম্পানী থেকে ক্রয় করলে এই সমস্যা পোহাতে হবে না।
পেমেন্ট সিস্টেমঃ
আপনি বাংলাদেশি কোম্পানী গুলো থেকে বিকাশ,নগদ, রকেট ও যেকোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করে, খুব সহজেই ক্রয় করতে পারবেন।
বাংলাদেশের সেরা ডোমেইন ও হোস্টিং কোম্পানিঃ
বাংলাদেশে অনেকগুলো ডোমেইন ও হোস্টিং কোম্পানি রয়েছে এর মধ্যে হোস্টিয়ার,এক্সনহোস্ট,আইটিনাট হোস্টিং,সাইভার ডেভলপার বিডি এগলোর মধ্যে অন্যতম।
এগলো থেকে খুব সহজেই, কোনো ধরনের ঝামেলা ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট এর মাধ্যমে ডোমেইন ক্রয় করতে পারবেন।
ডোমেইন ক্রয়ের কিছুক্ষণের মধ্যেই আপনার ডোমেইন নেম অ্যাক্টিভ হয়ে যাবে।
ডোমেইন কন্ট্রোল প্যানেল কিভাবে পাব?
আপনার ক্রয় নিশ্চিত করার পর, আপনার ডোমেইন নেমটি অ্যাক্টিভ হবে এবং আপনার অ্যাকাউন্টেই কন্ট্রোল প্যানেল দেখতে পাবেন। এছাড়া কোনো ব্যতিক্রম থাকলল ইমেইল এর মাধ্যমে ডোমেইন কন্ট্রোল প্যানেলের লিংক পাঠিয়ে দেবে।(যদি লিংকটি ইনবক্সে না পান অবশ্যই স্প্যাম চেক করে নিবেন)
বাংলাদেশি কোম্পানীগুলো পরিসেবা কেমন?
বাংলাদেশের উল্লেখযোগ্য হোস্টিং কোম্পানিগুলোর হোস্টিং পরিসেবা অনেকটা ভালো ও সাশ্রয়ী মুল্যের।আপনি ইচ্ছে করলে বাৎসরিক প্ল্যান,মাসিক বিভিন্ন মেয়াদের হোস্টিং ক্রয় করতে পারেন।
যদি পরিসেবা কেমন দেয়, তা দেখার ইচ্ছে তাকে প্রথম অবস্থায় এক মাসের বা ছয় মাসের জন্য ক্রয় করে দেখতে পারেন।
এছাড়া কোম্পানীগুলো বিভিন্ন সময় ডিসকাউন্ট প্যাকেজ দিয়ে থাকে,যা অনেকটা সাশ্রয়ী মুল্যের।
আপনি হোস্টিং কোম্পানি গুলোর ওয়েবসাইট লক্ষ্য রাখতে পারেন।
বাংলাদেশি কোম্পানিগুলোর এতটা র্যাংক নেই তাই, ভালো সার্ভিস দিবে কিভাবে বুঝব?
আসলে ব্যাপারটা ডিফেন্ড করছে,আমাদের সুচিন্তিত মনোভাব ও দৃষ্টিভঙ্গির উপর।
বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে। বিদেশি কোম্পানিগুলো যেমন:নেমচিপ,গোডেড্ডি,ব্লহোস্ট ইত্যাদি যখন তাদের ব্যবসা শুরু করে তখন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যায় ছিল কম।তখন এই খাতের অগ্রগতি এতটা সম্ভব ছিলনা।এতদিনে বিদেশি কোম্পানি গুলো কাস্টমার সার্ভিস ও উন্নত পরিসেবার মাধ্যমে কাস্টমারদের মন জয় করে নিয়েছে।
তবে বাংলাদেশের বেশকিছু কোম্পানি,তাদের পরিসেবা উন্নত মানের দেওয়ারই চেষ্টা করছে।
সবদিক বিবেচনা করলে দেখা যায় বিদেশি কোম্পানি গুলোর ইউনিক কাস্টমার ও উন্নত পরিসেবার মাধ্যমে নিজস্ব একটা স্বকীয়তা তৈরি করে নিয়েছে।তাই তাদের সারিতে নতুন কোম্পানিগুলো দাড়ানো অনেকটা কস্টসাধ্য।
তবে এই বলে কম ইউজার ও নতুন কোম্পানিগুলোর কাস্টমার সার্ভিস ও পরিসেবা খারাপ,এটা ভাবা ভুল ধারনা।
ধারাবাহিক ভাবে বাংলাদেশি হোস্টিং কোম্পানি সম্পর্কে লিখা হবে,ইনশাআল্লাহ।