সম্পুর্ন ফ্রিতে ডোমেইন
আমরা অনেকেই আছি, ফ্রি ডোমেইন হোস্টিং খুজে থাকি।দেখা যায় যারা নতুন না বিভিন্ন কাজের জন্য ফ্রিতে ডোমেইন খুঁজে থাকে। অনেক কোম্পানি আছে যারা হোস্টিংয়ের সাথে ফ্রি ডোমেইন দিয়ে থাকে,তবে আজকের ব্হে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন পেতে পারেন।
সম্পুর্ন ফ্রি-তে বেশ কয়েকটি এক্সটেনশনের ডোমেইন ফ্রিতে পাওয়া যায় এর মধ্যে. TK সবচেয়ে বেশি জনপ্রিয়। এর পাশাপাশি. .Ml, .GA, .CF, .GQ প্রভৃতি এক্সটেনশনের ডোমেইন গুলো ফ্রিতে পাওয়া যায়। এই ডোমেইনগুলো সর্বনিম্ন ৩মাস থেকে শুরু করে ১বছর এর জন্য সম্পুর্ন ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য এই লিংকে বা যেকোনো ব্রাউজারে freenom.com লিখে এন্টার করুন।
ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনি যে ডোমেইন নেমটি নিতে চান তা লিখুন। সার্চের ফলাফলে আপনি যে পছন্দসই ফ্রি এসটেনশনে নিতে চান তা উপলব্ধ থাকলে তা নির্বাচন করে পরবর্তী স্টেপে যান
চেকআউট বাটনে ক্লিক করে পরবর্তীতে নাম, ঠিকানা, ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার এবং আরো প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন।অবশ্যই এর আগে ইমেইল বক্সে আপনাকে একটি ভেলিড ইমেইল অ্যাড্রেস দিতে হবে এবং তা ভেরিফাই করে নিতে হবে।অ্যাকাউট তৈরি সম্পুর্ন হওয়ার পর ড্যাশবোর্ড থেকে ডোমেইন অপশনে গেলে আপনি আপনার ডোমেইনটি দেখতে পারবেন।
যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।