শর্তাবলী

এই ওয়েবসাইটের সকল গ্রাহক ও ব্যবহারকারীদের জন্য এই শর্তাবলী প্রযোজ্য। দয়া করে করে আমাদের কাছ ধেকে কোনো সেবা বা পন্য ক্রয় করার আগে এটি পড়ে নিবেন।

আমরা ধরে নিচ্ছি আপনি এই শর্তাবলী ও নিয়মনীতি সমুহ মেনেই এই সাইটটি ব্যবহার করছেন।

১। নাজমুল ইসলাম একটি ব্যক্তি মালিকানাধিন ওয়েবসাইট। এই সাইটের মালিক নাজমুল ইসলাম।

২। এই সাইটের অধিনে একাধিক উপসাইট থাকতে পারে ,যা এই নীতিমালার অন্তরভুক্ত।

৩। এটি আইনী প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশে আইন মেনে চলে এবং যেকোনো প্রকার আইনি জটিলতার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন মেনে সমস্যা নিরসন করা হবে।

৪। আমাদের উপসাইটগুলোর জন্য আলাদা শর্তাবলী ও নীতিমালা থাকতে পারে।তা এই মূল পাতাতে বিবরনের পাশাপশি ঐ নির্দিষ্ট শর্তাবলীর লিংক দেওয়া থাকবে।

৫। যদি কোনো উপসাইটের জন্য কোনো আলাদা শর্তাবলী ও নীতিমালার ঘোষনা না থাকে তাহলে এই মূল নীতিমালা মেনে কার্য সম্পাদন করতে হবে।

পন্য ও সেবা ক্রয়

আমরা একাধিক উপসাইটের মাধমে বেশ কিছু পন্য ও সেবা প্রদান করছি । এগুলো প্রায় সবই ডিজিটাল প্রোডাক্ট ও সেবা।তাই এগুলোর ক্রয় করার জন্য় পেমেন্ট প্রক্রিয়া সম্পাদন করার অল্প কিছু সময়ের মধ্যেই পন্য বুঝিয়ে দেওয়া হয়। আমাদের কোনো প্রকার টেকনিক্যাল বা যেকোনো প্রকার সমস্যার কারনে অর্ডার বাতিল করার ক্ষমতা সংরক্ষন করি। এক্সিকিউট প্যানেলে কোনো সার্ভিস একবার অর্ডার দেওয়া হলে গ্রাহক তা বাতিল করতে পারবে না।যদি আমাদের সার্ভার কতৃক বাতিল করা হয় ,তাহলে গ্রাহক টাকা ফেরত পাবে।এখানে উল্লেখ থাকে যে যদি গ্রাহক তার নিজের ভুলের কারনে অর্ডার বাতিল হয়,তাহলে সেই টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে আবার ক্ষেত্র বিশেষে ফেরত নাও পেতে পারে।

এক্সিকিউট শপ এ কোনো ডিজিটাল প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর,আমরা ঐ সার্ভিস একটিভ করে দেওয়ার পূর্ব পর্যন্ত অর্ডার বাতিল করতে পারবেন এবং আপনার পরিশোধিত অর্থ সম্পূর্ন ফেরত দেওয়া হবে।

Scroll to Top